ইন্স্যুরেন্স কোম্পানীগুলো এখন নিরাপত্তা নিয়ে গ্রাহক সেবা দিচ্ছে : খান মাসুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ বন্দরে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বন্দর শাখার উদ্যোগে মৃত্যু জনিত বীমার চেক প্রদান ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার আমিন আবাসিক এলাকাস্থ বন্দর শাখার অস্থায়ী সাংগঠনিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে খান মাসুদ বলেন, আগে কিছু মানুষ টাকার নিরাপত্তা নিয়ে ভাবতেন। কিন্তু আ.লীগ শাষনামলে এনজিও, ইন্সুরেন্স কোম্পানীগুলো নিরাপত্তা নিয়ে গ্রাহক সেবা দিতে পারছে। চেক দিয়ে আগে সময় লাগতো ৩ মাস। কিন্তু এখন ৩ মাসের পরিবর্তে যেদিনই মেয়াদ পূর্ণ হবে সেদিনই চেক দেওয়ার চেষ্টা করছে। এসবই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

বন্দর সাংগঠনিক অফিস ডি.আই.ডি.সি ইনচার্জ মো. ইউনুস হোসেন কিবরিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংগঠনিক অফিস কার্যলয়ের ই.জি.পি ইনচার্জ মো. লিটন মিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে.ই.জি.(পি.আর.টি) ঢাকা জোন এর মো. আতিকুর রহমান, চাষাঢ়া সাংগঠনিক কার্যালয়ের ইনচার্জ মো. শফিক-উজ-জামান।

মুকফুলদী এলাকার অহিদুল ভেন্ডারের বীমার ২ লক্ষ টাকা ও মরহুমা রোমান খান লিপির বীমার ১ লক্ষ ৮৫ হাজার ২১০ টাকার চেকটি তাঁর পরিবার সদস্যদের কাছে তুলে দেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ। আলোচনা শেষে রোমানা খান লিপির রূহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

add-content

আরও খবর

পঠিত