নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ৬ জুয়াড়িকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতার জুয়াড়িরা হলেন, বান্টি গ্রামের আল আমিন (৩২), পাঁচরুখী গ্রামের শামীম (৪৪), একই গ্রামের মাসুম (২৮), ওহাব (৩৩), পিন্টু ভূঁইয়া (৩১) ও মহসীন (৩৬)।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম জানান, শনিবার ভোরের দিকে উপজেলার পাঁচরুখী বাইপাড়া জামে মসজিদ সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ।