নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে নগর মাতৃসদন যেন গলাকাটা সেবা কেন্দ্র। এখানে দরিদ্র মানুষের সেবা পাওয়া দুস্কর। এ হাসপাতালের অপচিকিৎসার কারনে একাধিক গৃহবধূর মৃত্যু হয়েছে। মায়ের স্বাস্থ্য সেবা হাতের নাগালে পাওয়া ও অল্প টাকায় বা বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়রৎ আইভি এ মাতৃসদন নির্মাণ করেন।
এলাকাবাসী জানায়, এখানে নবজাতক ও মায়ের সেবা নিতে আসা রোগীদের ঘুনতে হয় সর্বনিন্ম ১১ হাজার টাকা। নগর মাতৃসদরন রোগী গেলে তাদের প্রথমে বলা হয় ওয়ার্ডে থেকে সেবা নিতে হলে ১১ হাজার টাকা, কেবিনে ১৩ হাজার টাকা ও এসি কেবিনে ১৫ হাজার টাকা দিতে হবে। অনেকে সেবা নিতে এসে হয়রানির শিকার হতে হয়। তবে এ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে প্রশ্ন তোলেছেন সচেতন মহল।
বিভিন্ন সূত্রে জানা গেছে, মাতৃসদনের ডাক্তারদের অপচিকিৎসার কারনে বন্দর উপজেলার আলীনগর এলাকার খোকন মিয়ার মেয়ে গৃহবধূর পান্না আক্তার (২০) এর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ ছাড়াও এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা বহু রোগী অপচিকিৎসার কারনে তাদেরকে সরকারি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হওয়ার সংবাদ পাওয়া গেছে।
এ ঘটনায় আলীনগর এলাকার এক গৃহিনী পপি আক্তার জানান, নগর মাতৃসদন কি হাসপাতাল নাকি কসাই খানা। এই হাসপাতালে সিজার অপারেশন করতে গিয়ে ভূল চিকিৎসার কারনে অকালে প্রান হারাচ্ছে আমাদের মা বোনরা। এ ব্যপারে বন্দর নগর মাতৃসদনের প্রজেক্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে রোগী পান্না আক্তারের মৃত্যু সংবাদ স্বিকার করেন।
২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার বিষয়টি সত্যতা স্বিকার বলেন, আমি একজন রোগী পান্না আক্তারের মৃত্যু সংবাদ পেয়েছি। এবং একজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পেরেছি। এমন কেন হচ্ছে বলতে পারছি না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান।