গলাচিপা রাস্তা ও ড্রেনের কাজ উদ্বোধন করলেন কাউন্সিলর খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের গলাচিপাস্থ আউয়াল চেয়ারম্যান বাড়ীর মহল্লার ৪টি শাখা রাস্তা ও ড্রেনের কাজ উদ্বোধন কালে কাউন্সিলর খোরশেদ বলেন, ঠিকাদারদের কাছ থেকে কোন কিছু সুবিধা আমরা নেই না, তাই এই ৪টি প্রকল্প কাজের ড্রেন ও রাস্তা বুঝে নিবেন আপনারা। আবার বেশি বুঝতে গিয়ে কাজে বেঘাত সৃষ্টি করবেন না, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে বুঝে নিবেন।

এ সময় ময়লা নিয়ে কাউন্সিলর বলেন, আমার কাউন্সিলর হিসেবে কারো কিছু চাওয়া নেই। আপনারা বাসা বাড়ীর মহিলাদের বলবেন, ময়লার পলিথিন বাহিরে রাস্তা বা বিদুৎতের খুটির নিচে না ফেলে, সিটি কর্পোরেশনের নির্ধারিত ভ্যান গাড়ীতে দিন। যদি কারো মাসিক ৫০ টাকা মানে প্রতিদিন ১টাকা ২৫ পয়সা দিতে সমস্যা বোধ করেন, তাহলে এই খরচ আমি বহন করবো। তবু ময়লা যেন বাড়ি বা রাস্তার আশে-পাশে না ফেলেন। সেবা নিন-পাশে থাকুন।

উদ্বোধনে উপস্থিত ছিলেন, আউয়াল চেয়ারম্যানের পুত্র আব্দুর সাত্তার পটু, ইঞ্জিনিয়ার নাজমুল আলম, ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু, সোবহান, বিপ্লব, বাবু, দেলোয়ার হোসেন, কাশেম, রানা মুন্সি, ইউসুফ, মিঠু, সোহরাব তালুকদার ও মহিউদ্দিন।

গলাচিপা আউয়াল চেয়ারম্যান বাড়ীর ৪টি শাখা সড়কের ২২ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে আর সি সি ঢালাই রাস্তা ও ড্রেন কাজ এক মাসের মধ্যে সম্পূর্ণ করা হবে।

এদিকে আউয়াল চেয়ারম্যানের পুত্র আব্দুর সাত্তার পটু বলেন, আমার বাবা নারায়ণগঞ্জ পৌরসভা আগে খানপুর ইউনিয়নের দুইবার কমিশনার ছিলেন। তারপর তিনি নারায়ণগঞ্জ পৌরসভা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তার নামে এই সড়কটি করে দেয়ায় নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানায়। এখন আমার বাবা নামে এই সড়কের পাশে ৪টি শাখা সড়কের নতুন আরসিসি ঢালাই রাস্তাও ড্রেন নির্মাণ করে দেয়া সকলের পক্ষ জানায় অভিনন্দন ও শুভেচ্ছা।

add-content

আরও খবর

পঠিত