রূপগঞ্জে জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গো জাহাজ থেকে ছিটকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী কাজীপাড়ায় জাহাজটি নোঙ্গর করার সময় এ ঘটনা ঘটে। নিহত সজিব যশোরের চৌগাছা থানার কুলিয়া এলাকার খোরশেদের ছেলে।

রূপগঞ্জ থানার এসআই ফরিদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে কাজীপাড়ার নদীঘাটে ঢাকার ধামরাইয়ের বিশ্বাস গ্রুপের একটি কোম্পানির জাহাজ পণ্য খালাস করছে। দুপুরে চট্টগ্রাম থেকে পদ্মা দিঘী-২ জাহাজ ওই কোম্পানির সয়াবিনের দানা নিয়ে আসে। জাহাজটি গন্তব্যস্থলে পৌঁছানোর পর মালামাল আনলোড করতে শ্রমিকরা জাহাজের নোঙ্গর করে। এ সময় শ্রমিক সজিব নোঙ্গরের দড়ি থেকে ছিটকে নদীতে পড়ে যায়। পরে স্থানীয় ডুবুরিরা দুই ঘন্টা খোঁজাখুঁজির পর নোঙ্গরের সঙ্গে আটকে থাকা সজিবের মরদেহ উদ্ধার করেন।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়দের সহায়তায় নদী থেকে ডুবুরিরা মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত