নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাপানে আসন্ন অলিম্পিক গেমস উপলক্ষে এশিয়ান আর্ট পিক ২০২০ মাউন্ট ফুজি শিরোনামে চিত্রাংকন প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য র্অজন করেছেন চেইঞ্জেস স্কুল। এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে সফলতার সাথে ১৫ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। রবিবার ( ১ সেপ্টেম্বর ) স্কুলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানিয়ে প্রাপ্ত সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সম্মানিত পরিচালক জনাব মালিক সোহেল সারোয়ার, উপদেষ্টা জনাব আমিনুর রশীদ মিরন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাদিকুর রহমান, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ জনাবা নাসিমা বেগমসহ অভিভাবক/অভিভাবিকা, শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
পুরস্কার প্রাপ্ত ১৫জন শিক্ষার্থী হলো- তাসনুভা সোহেল, উম্মে হাবীবা বাধন, প্রত্যয় সাহা, মাহিনুর রহমান মুহিত, আহাদ ইসলাম তাসিন, সোয়েব আল ওয়ালিদ অরিক্ত, কাকন সাহা দিগন্ত, তাহসীন তাশনিয়া ইউসরা, অর্পণ সাহা, মুহাম্মদ আবু সাইম, মুহাম্মদ বায়েজীদ হোসাইন, আয়মান আলম, শর্মিলা রোকসার, আহনাব ইশরাক উপল, তাকওয়া মল্লিক রিদোয়া।