সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক-৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকায় ২৫ আগস্ট রবিবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ৩ জনের কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাদক বিক্রেতাকে ৩ মাসের করে কারাদন্ড প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা বারিক এবং জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট শেখ মেজবাহ-উল-সাবেরিনের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ সামছুল আলমের চৌকস টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে মৃত বেলায়েত হোসেনের ছেলে আব্দুল কাদির (৪০), মৃত সিরাজুল ইসলামের ছেলে শহিদুল্লাহ (৩৫) ও মৃত আছির উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৬০) কে আটক করে। আটকের পর তাদের কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা বারিক শহিদুল্লাহ ও তমিজ উদ্দিনকে ৩ মাসের সাজা প্রদান করেন। অন্যদিকে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট শেখ মেজবাহ-উল-সাবেরিন আটক আব্দুল কাদিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

add-content

আরও খবর

পঠিত