নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে নারায়ণগঞ্জে অনলাইন ও তরুণ ব্যবসায়ীদের নিয়ে ৩ দিন ব্যাপী শারদীয় মেলার আয়োজন করেছে গাজী ইভেন্ট প্লান। আগামী ৭, ৮, ৯ সেপ্টেম্বর উকিলপাড়া স্বপ্ন নীড় ফাতেমা পয়েন্টের পালকি কনভেনশন হলে এ শারদীয় মেলা অনুষ্ঠিত হবে।
পালকি কনভেনশন হলের লেভেল ৪ ( লিফট-৩) এ মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। গাজী ইভেন্ট প্লানের মেলা নারায়ণগঞ্জের অনলাইন ও তরুণ ব্যবসায়ীদের মাঝে সারা জাগিয়েছে। এ মেলায় কেনাকাটা করে প্রতিদিন ও প্রতি ঘন্টায় জিতে নিতে পারেন আকর্ষনীয় সব পুরস্কার। এছাড়াও রাণী বিউটি পার্লারের পক্ষ থেকে ২৫% ডিস্কাউন্ট।
স্টল বুকিং চলছে, বুকিং এর জন্য যোগাযোগ করুন (গাজী শাকিল) ০১৬১৬০৯৩০৯৮। মেলায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে : নারায়ণগঞ্জ বার্তা ২৪