জামালপুরে ত্রাণ দিতে ছুটে গেল নারায়ণগঞ্জের স্মাইল টিম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জামালপুরে বানবাসীদের মাঝে ত্রাণ দিতে ছুটে গেল আমরা নারায়ণগঞ্জ স্মাইল টিম নামে একটি সামাজ সেবামূলক সংগঠন। গত ১৪ ও ১৫ আগস্ট তারা জামালপুর জেলা, ইসলামপুর থানা, গুঠাইল গ্রামে পর্যায়ক্রমে তারা এ ত্রান বিতরণ করে। ত্রাণ সামগ্রীতে ছিল  চাউল,  ডাল,  তেল,  আলু সহ ওরস্যালাইন, নাপা, প্যারাসিটামল, গ্যাস্টিকের ঔষধ সামগ্রী। প্রায় তিন শতাধিক পরিবারের মধ্যে এ ত্রাণ বন্টন করা হয়েছে।

আমরা নারায়ণগঞ্জ স্মাইল টিম থেকে এসময় উপস্থিত ছিলেন মো. মনিরুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক, তারেকুর রহমান, সহ কো অরডিনেটর খাদিজা আক্তার ভাবনা, শুভ, সাইদ, জোনায়েদ, ইমরান, বর্ণ, রেজা, রিজোয়ান, নাহিদ টিপু, রুবেল সহ বেশ কিছু স্মাইলের স্বেচ্ছাসেবক।

এ বিষয়ে মনিরুল ইসলাম মুন্না বলেন, আমরা নিজেরাই চর এলাকায় গিয়েছি এবং যে পরিবারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রতিবন্ধী, বৃদ্ধ লোক গুলোকে দেওয়ার চেষ্টা করেছি। তাদের যে পরিমান দরকার সেটা হয়তো পূরণ করতে পারিনি। তবে এটা পেয়েই তারা অনেক আনন্দিত। নারায়ণগঞ্জ থেকে তাদের বিপদে পাশে দাড়িয়েছি এটা ভেবেই তারা খুশি। তাদের মুখের কথা মেম্বার চেয়ারম্যান থেকে তেমন কোন সহয়তা পায়নি। তাদের মধ্যে অনেকের ঘর ভেসে গেছে, গবাদিপশু মারা গেছে, আবার অনেকেরই শরিরের ঘাঁ, জ্বর, পেটের সমস্যা। তাই স্মাইল টিম ৭০০ পিস ওরস্যালাইন, নাপা, প্যারাসিটামল ও গ্যাস্টিকের ঔষধ দিয়েও সাহায্য করে।

add-content

আরও খবর

পঠিত