বঙ্গবন্ধুর একক নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে : খান মাসুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ বন্দর থানা বেবি-সিএনজি, অটোরিক্সা মালিক-শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বন্দর খেয়াঘাটস্থ বেবি স্ট্যান্ডে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বন্দর থানা বেবি-সিএনজি শ্রমিক সমবায় সমিতির সভাপতি খান মাসুদ।

দোয়া পূর্বক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে খান মাসুদ বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর একক নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে একশো বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর বিশ্বাস প্রবণতা ও ভালবাসার সুযোগ নিয়ে কিছু বিপথগামী সেনা কর্মকর্তা খন্দকার মুশতাকের সঙ্গে হাত মিলিয়ে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে। ১৫ আগস্টের মতো ভয়াল কালো রাত যাতে বাঙ্গালীর জীবনে আর না আসে সে জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।

বন্দর থানা বেবি-সিএনজি মালিক সমিতির সভাপতি ফিরোজ-আল মুজাহিদ দুলালের সভাপতিত্বে আলোচনা ও দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন বেবি-সিএনজি মালিক সমিতির সাধারন সম্পাদক রোটারিয়ান মোয়াজ্জেম হোসেন, শ্রমিক সমিতির সাধারন সম্পাদক শাহ আলম, সহ-সভাপতি জাহাঙ্গীর মিয়া, যুগ্ন সম্পাদক রোমান, মালিক সমিতির সহ-সভাপতি আশরাফ আলী, বাতেন মিয়া, কোষাধক্ষ জসিম মাতবর, প্রচার সম্পাদক লিয়াকত মিয়া, শ্রমিক সমিতির মাহবুব, লিটন, সাদ্দাম হোসেন, আমানুল্লাহ, নান্টু, মোকলেছ, আল আমিন জামে মসজিদ কমিটির সভাপতি পদ প্রত্যাশী মোয়াজ্জেম হোসেন, সাধারন সম্পাদক পদ প্রত্যাশী লুৎফর রহমান, মোয়াজ্জেম, লিটন প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত