লিংক রোডের চামড়া স্তুপ অপসারনে এ‌গি‌য়ে আস‌লেন ইএনও নাহিদা বারিক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (  স্টাফ রির্পোটার  ) : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সদর উপজেলার ফতুল্লা স্টেডিয়াম সংলগ্নে ময়লার ভাগাড়ে বর্জ্য ও চামড়া স্তুপ অপসারনে আবারো এ‌গি‌য়ে আস‌লেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর ইউএনও) নাহিদা বারিক।

১৪ আগস্ট বুধবার বিকাল থেকে লিংক রোডের বর্জ্যে পরিবেশ দূষনের প্রতিকার চেয়ে বিভিন্ন সামাজিক গন্যমাধ্যমে বিষয়টি ভাইরাল হতে থাকে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে রাতেই ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোডস্থ ফতুল্লা স্টেডিয়াম সংলগ্নে ফেলে যাওয়া কোরবানির বর্জ্য ও চামড়া স্তুপ অপসারনের ব্যবস্থা করতে ২জন চেয়ারম্যানকে সাথে নিয়ে নিজেই ঘটাস্থলে চলে  আসেন সদর ইউএনও।

ঘটনাস্থলে গিয়ে সরজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন লিংক রোডে গড়ে উঠেছে এক বিশাল ময়লার ভাগাড়। সেই ময়লার ভাগাড়ের দুর্গন্ধে দূর্ভোগ পোহাতে হয় সাধারন মানুষের। তাছাড়া এর মধ্যে গত কয়েকদিন আগে কে বা কারা কয়েকটি মরা গরু এখানে ফেলে যায়। বিষয়টি সদর ইউএনও নাহিদা বারিকের দৃষ্টি গোচর হলে তিনি তার লোকজন নিয়ে পঁচা দুর্গন্ধযুক্ত গরুগুলো মাটিতে পুতে দেওয়ার ব্যবস্থা করেন।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই  ঈদ-উল আযহা উপলক্ষে কোরবানী দেওয়া গরুর চামড়া ও পরিত্যক্ত অংশ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পাশে টানা দুই দিন ধরে চামড়া পরে থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারন মানুষ। সেই  দুর্গন্ধে অসুস্থ্য হয়ে পড়ে এ পথে চলাচলকারী জনগনসহ আশপাশের বাসিন্দারা।

বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দেখেও যেন দেখছে না। এমন সময় খবর পেয়ে বুধবার নাহিদা বারিক রাতেই ছুটে আসেন বর্জ্য অপসারনে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর ইউএনও) নাহিদা বারিক ১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলার লোকজন এ বর্জ্য অপসারনের কাজ শুরু করবেন বলে জানা যায় ।

add-content

আরও খবর

পঠিত