নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নিষ্ঠা ও নিরলশ পরিশ্রমের পর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি হিসেবে পদ পেলেন শাহরিয়া রেজা হিমেল। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়ায় নারায়ণগঞ্জ -৪ আসনের এমপি শামীম ওসমান ও অয়ন ওসমানের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ২৮ জুলাই রবিবার আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১৮৮ সদস্য বিশিষ্ট এ কমিটির নাম ঘোষনা করেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে একান্ত সাক্ষাতকারে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেল বলেন, এমপি শামীম ওসমান আংকেল এর পুত্র অয়ন ওসমান ভাইয়ের দিক-নির্দেশনা অনুযায়ী মানুষের কল্যানের জন্য রাজনীতি করছি। আমার উপর যে অর্পিত দায়িত্ব দিয়েছে সেটি যেন যথাযথ ভাবে পালন করতে পারি তাই আমি সকল সিনিয়র নেতা-কর্মী ও ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করছি। তবে দীর্ঘ পথচলার পর এই পদ আমার জন্য আর্শিবাদ স্বরূপ। যে আর্শিবাদ আমকে দিয়েছেন অয়ন ওসমান ভাই। তাই আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ১০ মে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি অনুমোদনের কথা জানানো হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল ইসমাইল রাফেলকে দায়িত্ব দেয়া হয়। এরআগে ২০১১ সালের জুনে সাফায়েত আলম সানিকে সভাপতি ও মিজানুর রহমান সুজনকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর সকল জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
উল্লেখ্য, দলীয় সকল মিছিল ও সমাবেশে পথ ঘাটে বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহন করেন শাহরিয়া রেজা হিমেল। তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে নারায়ণগঞ্জ -৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও এ কে এম অয়ন ওসমানের দিক-নির্দেশনা অনুযায়ী মানুষের কল্যানে জন্য সকল কর্মকান্ডে সাফল্যের সাথে কাজ করে থাকেন।
এছাড়াও তিনি সামাজিক ভাবে বিভিন্ন রকম সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত রয়েছেন। হিমেল অসহায় গরীবদের পাশে থেকে আর্থিক কিংবা বিভিন্ন রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি ফতুল্লা সাধারন মানুষের আস্থা অর্জন করে নিয়েছেন। তাছাড়াও তিনি স্থানীয় ছাড়াও মানুষের কল্যানে ছুটে গেছে বহু দূর প্রান্তে। তিনি বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা আর্থিক সহযোগিতাসহ বস্ত্রহীন পরিবারে বস্ত্র, শিক্ষার্থীদের লেখা-পড়ার ব্যবস্থা গ্রহন সহ মানুষের কল্যানে কাজে অবদান রেখেছেন শাহরিয়া রেজা হিমেল ।