নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শীতলক্ষ্যার তীরে ৫ বন্ধু মিলে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলো রিতুল ঘোষ নামে এক কিশোর। শনিবার (২৭ জুলাই) সকালে একটি জাহাজের স্টোর রুমে তার লাশ খুঁজে পায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি দল। এর আগে তার বাড়ির পাশের ৪ বন্ধুকে সাথে নিয়ে ঘুরতে বের হয় সে। এরপর থেকে রিতুল নিখোঁজ ছিল। রিতুল দেওভোগ এলএনএ রোড নিবাসী দুলাল ঘোষ এর ২য় পুত্র। সে ভুইয়রবাগ বিদ্যা নিকেতন স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র।
এ বিষয়ে রিতুলের চাচা মানিক ঘোষ জানায়, ২৬ জুলাই শুক্রবার সকালে রিতুল তার বাড়ির পাশের চার বন্ধু মোহন, অজয়, বিজয় ও জয় এর সাথে ঘুরতে বের হয়। পরে বিকালে ওই চার বন্ধুকে এলাকায় দেখতে পেয়ে রিতুল কোথায় জিজ্ঞেস করলে তারা বলে, রিতুল দুপুর পর্যন্ত তাদের সাথেই ছিলো, পরে বাসায় চলে গেছে।
তাদের কথা সন্দেহজনক মনে হলে মানিক ঘোষ পুলিশকে জানায়। সন্ধায় পুলিশ ওই চার বন্ধুকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, নৌকা দিয়ে শীতলক্ষ্যা নদীর ৫নং ঘাট এলাকার দিকে ঘুরার সময় রিতুল নদীতে পরে যায়। তাদের দেয়া জবানবন্দী অনুযায়ী শুক্রবার সারারাত খোজাখুজির পরেও তার সন্ধান পায়নি। অবশেষে ৫নং ঘাট এলাকায় ভিড়িয়ে রাখা এম.ভি সজল তনয়-২ এর একটি জাহাজের স্টোর রুমের নিচ থেকে দেখা মিলে নিখোঁজ শিশু রিতুল ঘোষের মরদেহ।
এ বিষয়ে সদর মডেল থানা অফিসার ইনর্চায মো. কামরুল ইসলাম বিপিএম ও পিপিএম (বার) জানায়, এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। আরো জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিলো। মামলার প্রস্তুতী চলছে।