নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে খেলা চলছে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। এই ঘাঁটিকে ভাঙ্গার জন্য অনেকে মিলেই খেলা খেলছেন। যেহেতু অনেকে মিলেই খেলা খেলছেন হয়তো আমাকে রাস্তায় নামতে হবে। যারা খেলছেন তাদের উদ্দেশ্য বলি, বয়স ৫৮ বছর হয়ে গেছে, মানসিকভাবে এখনও ১৮ বছর রয়ে গেছে। আমরা যখন খেলতে নামবো তখন আমরা কাউকে মানবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কাউকে মানি না আর মানবো না।
২৭ জুলাই (শনিবার) দুপুরে বাঁধন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান শব্দগুলোকে খুব ঘৃণা করি। এসব বিষয়ে কেন কথা বলা হবে। এসব বিষয় নিয়ে তখনই কথা হয় যখন আপনি নিজেকে সংখ্যালঘু ভাববেন। এজন্য আপনি নিজেই দোষী। কেন চিন্তা করবেন আপনি সংখ্যালঘু। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাঙ্গালী। আমি আমার ধর্মকে ভালবাসি। আপনি আপনার ধর্মকে ভালবাসেন। যারা পরকাল বিশ্বাস করে না তারাই ধর্মকর্ম মানে না।
তিনি আরো বলেন, কোথাকার কোন প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করছে। ডোনাল্ড ট্রাম্প কে, ডোনাল্ড ট্রাম্প কি বাংলাদেশের কর্তা। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রভু না, বাংলাদেশের প্রভু হচ্ছে দেশের জনগণ। এর সেই জনগণ গার্ডেন বানিয়েছে জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে। কারও জবাব দেয়ার জন্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন নাই। সবাই যখন এটাকে সমস্যা মনে করছে, তখন আমি দেশে ছিলাম না, আমার আফসোস। ওই মহিলা নিজ থেকে বলে নাই, কারউ থেকে শিক্ষা নিয়ে এসব কথা বলছেন। বাংলাদেশে কিছু শ্রেণী আছে সুশীল শ্রেণী কুশীল শ্রেণী। আমরা কুশীল আর কেউ সুশীল। তারা নিজেদেরকে সুশীল দাবি করে। বাংলাদেশে সুশীল কুশীলের খেলা চলছে। সামনে আরও খেলা আছে। ব্যক্তিগত স্বার্থেও এসব কথা বলে থাকতে পারে। গোয়েন্দা সংস্থারও হাত থাকতে পারে। যে গোয়েন্দা সংস্থা বিশ্বে বিভিন্ন দেশে যুদ্ধ লাগিয়ে রাখে।