জামাতাকে বাঁচাতে ধর্ষণের অভিযোগে গারদে শ্বশুর !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহরের আল্লামা ইকবাল রোডে গৃহ পরিচারিকাকে (১৩) ধর্ষণের অভিযোগে গৃহকর্তা এস এম সালাউদ্দিন (৬৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে কিশোরী ৭ মাসের অন্ত:সত্বা বলে জানা গেছে। তবে ঘটনাটির মধ্যে রহস্য রয়েছে বলে মনে করছে এলাকাবাসী।

১৩ বছর বয়সী কিশোরী ফতুল্লা থানাধীন ( কলেজ রোডের ) সালাহ উদ্দিনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে। ৮ মাস আগে কিশোরী ঐ বাড়িতে কাজে যোগদান করে। এরই মধ্যে কিশোরী ৭ মাসের অন্ত:স্বত্বা হয়ে পড়ে। এনিয়ে পরিবারের মধ্যে তোলপাড় শুরু হয়। বিষয়টি প্রতিবেশীদের কানে চলে যায়। প্রতিবেশীরা বিষয়টি থানা পুলিশকে জানায়।

পুলিশ সালাউদ্দিনের বাসা থেকে ২২ জুলাই সোমবার সকালে গৃহপরিচারিকা ও সালাউদ্দিনের মেয়ের জামাতা সজিবকে আটক করে থানায় নিয়ে যায়। পরে জামাতাকে বাঁচাতে থানায় চলে যান শ্বশুর সালাউদ্দিন। এরপর স্বীকারোক্তি অনুযায়ী সালাউদ্দিনকে সোমবার রাতে আটক করে বলে জানিয়েছে পুলিশ।

কিশোরী জানায়, নিজ বাড়িতেই একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে। সোমবার রাতেই এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় সালাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করার প্রস্তুতী নিয়েছে পুলিশ।

তবে অপর একটি সূত্র জানায়, সোমবার দুপুরে মেয়ের জামাতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে গিয়েছিল সালাউদ্দিন। কিন্তু এর পরই নাটকীয়ভাবে গ্রেফতার হয় সে।

আল্লামা ইকবাল রোডের বেশ কয়েকজন বাসিন্দা জানায়, ঘটনাটি ভিন্ন রকম মনে হয়েছে। তবে কিশোরীর জবানবন্দী সালাউদ্দিনের বিরুদ্ধে যাওয়াতে বিষয়টি নিয়ে কেউ কোন কথা বলা বলছে না। ঘটনাটি ভিন্নখাতে হয়তো তার পরিবারের লোকজনই প্রবাহিত করেছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন বলেন, নির্যাতিতা কিশোরীর অভিযোগের প্রেক্ষিতেই  আসামী গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতী নেয়া হয়েছে।

add-content

আরও খবর

পঠিত