নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় কাঁচামাল বোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যান এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটেছে । ২১ জুলাই রবিবার ফতুল্লার শিবু মার্কেট এলাকার সাহাবুদ্দিন সিএনজি পাম্পের সামনে ভোর প্রায় ৬টায় সড়ক এই দূর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের ঘটনায় চালক ও হেলপার গুরুত্বর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী মোঃ কামাল জানায় ভোর ৫টা ৫৫ মিনিটে কাভার্ড ভ্যান সাহাবুদ্দিন সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে রাস্তায় উঠলে বিপরীত পাশ ঢাকা সড়ক থেকে আগত সবজিবাহী ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে এবং কভার্ড ভ্যান উল্টে পড়ে যায়। ট্রাকের চালক ও হেলপারকে কয়েকজন এলাকাবাসী ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশ সকাল ৬টা থেকে গাড়ী সরানোর চেষ্টা করে ১১টা বাজে সড়ক থেকে গাড়ী সরাতে সক্ষম হয়।
ট্রাক ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে ফতুল্লার ঢাকা -নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ -ঢাকা লিংক রোড দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ছিলো এবং উপ পুলিশ পরিদর্শক মো: ছাইয়েদুল, মোঃ আঃ হাই, ট্রাফিক সহকারী উপ পুলিশ পরিদর্শক মো: রুহুল আমিন,মো: তোফায়েল সহ পুলিশ ফোর্সের দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টায় দুটি রেকারের মাধ্যমে ঘটনাস্থল থেকে গাড়ী সরাতে সক্ষম হয় এবং এলাকাবাসী ট্রাকের চালক ও হেলপারকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
সকাল পৌনে ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সালেহ উদ্দীন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি বলেন, এসপি স্যারের নির্দেশে চাষড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত সকল আইলেন বন্ধ করা হয়েছিলো কিন্তু গত এক মাস আগে শিবু মার্কেট এলাকার সাহাবুদ্দিন সি এনজি পাম্পের ও আরো একটি আইলেন খুলে দেওয়া হয়েছে অবজারভ করার জন্য।
রাস্তায় চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত কয়েকটি রাস্তায় যানজটের সৃষ্টি হয় এর কারনেই গুরুত্বপূর্ণ দুই জায়গায় আইলেন খুলে আমরা অবজারভে রেখেছিলাম কিন্তু আজকের দূর্ঘটনায় আমরা এই বিষয়টি দেখবো। যাত্রীদের স্বার্থে প্রয়োজন হলে আমরা এই আইলেনটি বন্ধ করে দিবো বা ট্রাফিক পুলিশের ব্যবস্থা করবো।
ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ব্যাপারে নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, ভোর বেলা ঢাকা থেকে ট্রাক সবজি নিয়ে আসতে ছিলো কিন্তু কাবার্ড ভ্যান সিএনজি পাম্প থেকে রাস্তায় উঠে এর ফলে এক্সিডেন্ট হয়েছে। মূলত কাভার্ড ভ্যানের দেখে রাস্তায় উঠার কথা তা না করে কাভার্ড ভ্যান রাস্তায় উঠে মূলত দোষ কাভার্ড ভ্যানের।
এরপর আমরা রাস্তা ক্লিয়ার করেছি এবং ট্রাক ও কাভার্ড ভ্যান সরিয়ে নিয়েছি। দুই গাড়ির মধ্যে অপরাধ কার তা আমরা যাচাই করে আইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা করবো। আর যেহেতু ট্রাকে কাঁচামাল লোড করা ছিলো তাই আমরা তাদের কাঁচামাল দিয়ে দিয়েছি।
রোড এক্সিডেন্টে কেউ আহত হয়েছে কিনা এ ব্যাপারে তিনি আরো বলেন, গাড়ীর হেলপার বা ড্রাইভার আহত হয়েছে কিনা এ ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ করা হয় নাই। নারায়ণগঞ্জবাসীর নিরাপদ সড়কে যাতায়াতের জন্য আমরা এসপি স্যারের নির্দেশে কাজ করছি।