নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮জুলাই) সকাল ১০টায় বন্দর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী।
আইন শৃঙ্খলা মিটিংয়ে বক্তারা বলেন, বন্দরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সবাই এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সন্ত্রাস, মাদক, চাদাঁবাজ, যৌন হয়রানী, বাল্যবিবাহ রোধে সোচ্চার হতে হবে। অপরাধী যেই হোক এক চুলও ছাড় দেয়া হবে না। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে বন্দর উপজেলাকে একটি পরিচ্ছন্ন মডেল উপজেলায় রুপান্তরিত করতে ঐক্যবদ্ধ। সামনে পবিত্র ঈদুল আযহা। সরকারী নিয়মনীতি লক্ষ করে পশুর হাটগুলোর দিকে নজর রাখতে হবে। আইন বহির্ঃভূত কোন কাজ করতে দেয়া যাবেনা।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএরশিদ, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফিফা সুলতানা, বন্দর থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, উপজেলা কৃষি অফিসার ড. মোস্তফা এমরান হোসেন, প্রানীসম্পদ অফিসার ফারুক আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তারসহ বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।