নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : খাদ্য মন্ত্রনালয়ের আওতাধীন সারা দেশের ন্যায় রূপগঞ্জে ধান সংগ্রহ করছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে খাদ্য গুদাম পরিদর্শন করে ধান সংগ্রহের তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম।
ইউএনও মমতাজ বেগম জানান, ধান সংগ্রহ করতে গিয়ে কৃষকরা ন্যায্য মুল্য পাচ্ছে কি না, সঠিক মাপে ধান সংগ্রহ করা হচ্ছে কি না তা পরিদর্শন করে দেখা হচ্ছে। ইতোমধ্যে দাউদপুর, ভোলাব, ভুলতাসহ বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে ১৫০ টন ধান সংগ্রহ করা হয়েছে। সবমিলিয়ে ৬শ ৪২ টন ধান সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।
ধান সংগ্রহে প্রতি কেজি ধানের মুল্য ধরা হয়েছে ২৬ টাকা। কৃষকদের সুবিধার্থে ধান সংগ্রহের ব্যপারে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার গ্রামে গ্রামে মাইকিং করে দেওয়া হয়েছে। যাতে করে কৃষকরা ধান সংগ্রহের বিষয়ে কোনো প্রকার প্রতারণার শিকার না হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আলী, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ওমর ফারুক, মুড়াপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনসহ আরও অনেকে।