মাদক ব্যবসায় বাধা দেয়ায় তিন ৩ জনকে কুপিয়ে আহত, গ্রেফতার-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে আড়াইহাজারে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, কাপড় ব্যবসায়ী আউয়াল মোল্লার ছেলে মঞ্জুর হোসেন মোল্লা, মেয়ে ছালমা বেগম ও মেয়ের জামাতা হেলাল।

এ ঘটনায় আহত আউয়াল মোল্লার ছেলে নুরে আলম মোল্লা তিন হামলাকারীকে আসামি করে একটি মামলা করেছেন। আল-আমিন নামে এক হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার হাফেজ মোল্লার ছেলে। বৃহম্পতিবার (১৮ জুলাই) ব্রাহ্মনন্দী ইউপির ৩নং ওয়ার্ডের সুলপান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের ছেলে নুরে আলম মোল্লা জানান, র্দীঘদিন ধরে আল-আমিন ও জহিরুল মাদকের ব্যবসা করে আসছিল। তার বাবা আউয়াল মোল্লা এতে বাধা দিয়ে আসছিলেন। এরই জেরে স্থানীয় মসজিদ থেকে তার বাবা ফজরের নামাজ আদায় শেষে বের হলে আল-আমিনের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় দা ও ছুরি দিয়ে তাকে কোপানো হয়। রক্ষা করতে এগিয়ে আসলে পরিবারের অন্য সদস্যের ওপরও তারা হামলা চালায়।

তবে জহিরুল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার পরিবারের কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। আমি বা আমার পরিবারের কোনো সদস্যের ওপর হামলা করেনি।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এরইমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত