নারায়ণগঞ্জ বার্তা ২৪ : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার নারায়ণগঞ্জ জেলাতে গড় পাসে হার ৭২ দশমিক ১৩ শতাংশ। যা আগের বছর ছিলো ৬৩ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২শ ৫জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলো ১শ ২১ জন। বুধবার (১৭ জুলাই) দুপুরের দিকে ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফল ঘোষণা করা হয়।
জানা যায়, জেলাতে এবার ২১ হাজার ৪শ ৭০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। তারমধ্যে ১৫ হাজার ৪শ ৮৭ জন উত্তীর্ণ হয়েছে।
প্রসঙ্গত, গত বছর নারায়ণগঞ্জ থেকে উচ্চ মাধ্যমিকে অংশ নিয়েছিলো ২০ হাজার ৩৪ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছিলো ১২ হাজার ৭শ ২০ জন। যা গড় পাসের হাস ছিলো ৬৩ দশমিক ৪৯ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলো ১শ ২১ জন।