জালকুড়িতে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : ফতুল্লার জালকুড়ি এলাকার একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৪ জুলাই রবিবার দুুপুরে জালকুড়ির জামিয়া রাব্বানিয়া রোডে হাফিজুল ইসলামের তুলার গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বেশ কয়েকটি তুলার গোডাউন ও ঝুটের কারখানা পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ঢাকা ডিভিশন) দেবাশীষ বর্ধন বলেন, আমাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের কাছে ভেতরে কেউ থাকার কোন খবর আসেনি। এখন ডাম্পিং ডাউনের কাজ চলছে। সম্পূর্ণ ভাবে কাজ শেষের পর আমরা আগুনের সূত্রপাত বলতে পারবো।

add-content

আরও খবর

পঠিত