নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে তেল চোরা ইকবাল হোসেন চৌধুরীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। এই রিমান্ডে ইকবাল হোসেন চৌধুরী এখন ফতুল্লা মডেল থানার জেল হাজতে।
পুলিশ সূত্রে জানা যায়, , গত ৯ জুলাই (মঙ্গলবার) দুপুরে নারায়ণগঞ্জ র্যাব-১১ এর একটি চৌকশ বিশেষ টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ফতুল্লার এলাকায় ফতুল্লার সরকারী তেলের ডিপো হতে চোরাইকৃত ভাবে অবৈধ তেল চুরি করে চোরের সেন্ডিকেট চক্র ডিজেল তেল বিক্রি করছে। এর পর তারা ফতুল্লা লঞ্চঘাট বালুর মাঠে একটি ঘরে অভিযান চালিয়ে ১৫ ড্রাম ডিজেল তেল উদ্ধারসহ চোরাই তেলের মূল হোতা ইকবাল হোসেন চৌধুরী (৪০) কে গ্রেপ্তার করেছে। এসময় ১৫ ড্রামে ৩০০০( তিন হাজার ) লিটার ডিজেল তেল উদ্ধার করেন র্যাব-১১। যার মূল্য (১লক্ষ ৯৫ হাজার টাকা) । ইকবাল হোসেন চৌধুরী ফতুল্লা চৌধুরী বাড়ি এলাকার কুদরত আলী ওরফে কানু চৌধুরীর ছেলে। তার সহযোগি পঞ্চবটী হরিহরপাড়া এলাকার মৃত মাওলানা হাবিবুর রহমানের ছেলে তেল চোর জাকির হোসেন পাবেল ওরফে মির্জা পাভেল (৪৫) ও তার সহযোগি কালাম (৪৩) পালিয়ে যায়।
র্যাব-১১ আরো জানায়, এই সেন্ডিকেট দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে অবৈধভাবে সরকারী তেলের ডিপো হতে তেল চুরি করে চোরাই তেল দেশের বিভিন্ন জেলায় এলাকায় বিক্রি করে আসছে।
উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ পিপিএম বিপিএম (বার) এর নির্দেশে জেলা ডিবি পুলিশ ইকবাল চৌধুরীর ভাই রুবেল তার সহযোগিসহ তিনজনকে চোরাই তেলসহ গত ১০ ও ১১ মার্চ ইকবাল চৌধুরীর গোডাইন থেকে আট লক্ষ টাকার তেল উদ্ধারসহ গ্রেপ্তার করেন ডিবি পুলিশ। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় জেলা ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলা নং-৩৯(৭)১৯ । এই মামলা খেয়ে পাকনা ইকবাল ডিবি পুলিশের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বিঞ্জ আদালতে মামলা দায়ের করেছে।
এনিয়ে জেলায় তোলপাড় সৃষ্টি হয়। একপর্যায় ইকবাল চৌধুরীকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ । সেই চোরাই তেলের মামলায় জেলখেটে জামিনে বের হয়ে আবারও চোরাই তেলের ব্যবসা শুরু করে তেল চোরা ইকবাল। এমন সংবাদ পেয়ে র্যাব ১১ এর একটি বিশেষ টীম ইকবাল চৌধুরীকে চোরাই তেলসহ গ্রেপ্তার করেছেন ৯ জুলাই দুপুরে।