না.গঞ্জে মাদক ব্যবসায়ীর ১৪ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মোরশেদ আলম ওরফে মোরশেদুল হক গেঞ্জু নামে এক মাদক ব্যবসায়ীকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। ফতুল্লায় সাড়ে সাত হাজার ইয়াবা উদ্ধারের মামলায় তাকে এ কারাদণ্ড দেয়া হয়।

বুধবার (১০ জুলাই) জেলা যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ আদেশ দেন। আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেয়া হয়। সাজাপ্রাপ্ত মোরশেদ কক্সবাজার জেলার রামু থানার মণ্ডলপাড়া এলাকার সিরাজুল হকের ছেলে। আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ বলেন, আসামি মোরশেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তার ১৪ বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।

মামলার এজাহার সূত্র বলছে, ২০১৮ সালের ৩১ মার্চ ফতুল্লা সাইনবোর্ড এলাকায় পুলিশ চেকপোস্টে সাড়ে সাত হাজার ইয়াবাসহ মোরশেদকে আটক করে পুলিশ। এসময় মোরশেদ কক্সবাজার থেকে বিভিন্ন এলাকায় মাদক চোরাচালানের কথা স্বীকার করেন।

add-content

আরও খবর

পঠিত