বন্দর থেকে মাদক চিরতরে উৎখাত করতে হবে : ওসি রফিকুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেছেন, মাদক আমাদের চিরশত্রু। শত্রুকে সামনে রেখে সমাজে সুস্থ্য ভাবে বসবাস করা যায় না। যে কোন মূল্যে বন্দর থেকে মাদক চিরতরে উৎখাত করতে হবে। গত ২৮ জুন শুক্রবার রাত ৮টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে স্থানীয় এলাকাবাসী আয়োজিত মাদক বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম আরো বলেন, নবীগঞ্জ বাসীর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। যেখানে বিভিন্ন এলাকার মানুষকে অনুরোধ করে মাদক বিরোধী সভা করাতে হয় সেখানে নবীগঞ্জ এলাকাবাসী নিজেদের উদ্যোগে সভা করে কৃতিত্ব দেখিয়েছে আমি তাদের কৃতিত্বকে অভিনন্দন জানাই। নবীগঞ্জ বাসীর মতো বন্দরের প্রতিটি গ্রামবাসী যদি মাদক বিরোধী সভার আয়োজন করতো তাহলে ১৫দিনের মধ্যে বন্দর থেকে মাদকের মূল উৎপাটন করে দিতাম। তবুও মাদকের বিরুদ্ধে আমাদের চেষ্টা সব সময় অব্যাহত থাকে। আপনাদের যে কোন প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মাদক সংশ্লিষ্টদের ঠেকাতে যে কোন সময় আমাদেরকে পাশে পাবেন।

স্থানীয় সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মো: লিয়াকত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জাতীয় ফুটবলার মোঃ আসলাম,হাজী পীর মোহাম্মদ, মো: শিপন, মো: নুরুল হক, আজিজুল হক, আফজাল হোসেন, মো: জামান, মো: জাহিদ, মো: মুন্না, মো: সোহেলসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও যুবকবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত