নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের গলাচিপায় জুয়েল (২২) নামের এক চটপটি বিক্রেতাকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ জুন) সকাল ১১টায় শহরের গলাচিপা এলাকার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কর্মকার গলিতে এ ঘটনাটি ঘটে। আহত জুয়েলকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেয়া হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত জুয়েলের খালা সালমা আক্তার বলেন, সকালে জুয়েল চটপটির মালামাল কিনে বাসায় আসে। তার পরপর সে ঘর থেকে বের হয়। বের হওয়ার সময় একই এলাকার বারেকের ছেলে আলম তাকে ডাক দিয়ে নিয়ে যায়। কর্মকার গলির মাথায় গেলেই আলম জুয়েলের পেটে ছুরিকাঘাত করে।
তিনি আরো বলেন, আলম একজন মাদক বিক্রতা। জুয়েলকে আলম প্রায়ই মাদক বিক্রি করতে বলত। কিন্তু জুয়েল সবসময়ই না করত। গতকাল রাতে আলমের দেয়া মাদক বিক্রি ও বহনকারী এলাকাবাসীর কাছে ধরা পড়লে, আলম আসে। একপর্যায় তর্কে জড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছে তার ধরা পড়ায় জুয়েলের হাত রয়েছে বলে রাতে জুয়েলের সঙ্গে কথা কাটাকাটি হয় আলমের।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রুপারবাড়ি এলাকার কয়েকজন যুবকের সাথে অনেক আগে থেকেই আলমের বিরোধ চলছিল। এর আগে আলমের সাথে মারামারির ঘটনাও ঘটেছে। কাল রাতে রুপার বাড়ি আলম ও জুয়েলের মধ্যে কথা কাটাকাটি হয়। পুর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা হতে পারে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, এ বিষয়ে আমরা কিছু জানি না। আর এ ঘটনায় এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ হলে তদন্ত অনুসারে ব্যবস্থা নিব।