বন্দরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। নির্যাতিত গৃহবধূর নাম সাজেদা(২৯)। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে বাটগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যানের শিকার গৃহবধূ বাদি হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে স্বামী নাদিম মাহমুদ পলাতক রয়েছে।

অভিযোগ  সূত্রে জানা যায়, উপজেলার মুছাপুর ইউপির বাটগাঁও গ্রামের নুরুল হকের ছেলে নাদিম মাহমুদ ১১ বছর আগে একই গ্রামের রমজান আলীর মেয়ে সাজেদা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর দাম্পত্ত জীবনে এক সন্তান জন্ম হয়। এক মাত্র সন্তানের জন্য মাদকাসক্ত স্বামীর সংসার করে যাচ্ছেন গৃহবধূ। মাদকাসক্ত স্বামীর অত্যচার নির্যাতন সহ্য করলেও দেবর শশুর-শাশুরীর মানষিক নির্যাতন চালাতেন। এমতবস্থায় স্বামীকে বিদেশে পাঠাতে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে স্বামী ও শশুর-শাশুরী। দাবিকৃত যৌতুকের টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে শশুর বাড়ি থেকে এক সপ্তাহে আগে পিত্রালয়ে পাঠিয়ে দেয় গৃহবধূ সাজেদাকে। বৃহস্পতিবার দুপুরে স্বামী নাদিম মাহমুদ পিত্রালয়ে গিয়ে স্ত্রীকে যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করে।

এসময় স্বামীর সঙ্গে স্ত্রীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রীকে এলোপাথারী ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক-চিৎকারে লোকজন এগিয়ে আসলে স্বামী পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে বৃহস্পতিবার রাতে স্বামী নাদিম মাহমুদ, শশুর নুরুল হক, শাশুরী নাসিমা ও দেবর রাজিবকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে স্বামী নাদিম মাহমুদ পলাতক।

add-content

আরও খবর

পঠিত