বিদেশী গুলি, ম্যাগজিন ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার-২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে বিদেশী গুলি, ম্যাগজিন ও ধারালো অস্ত্রসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৮ জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার মর্তুজাবাদ কান্দাভিটা এলাকার শাহিনের ভাঙ্গারী দোকানের অফিস থেকে গুলি ম্যাগজিন ও বিদেশী ধারালো অস্ত্রসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসী ইজাজুল (৩২) কায়েতপাড়া ইউনিয়নের নাওরা এলাকার আবুল বাশারের ছেলে ও দ্বীন ইসলাম (২২) সোনারগাঁ থানার বরগাও ভুইয়াবাড়ির মজিবুর রহমানের ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক এএসআই আশরাফ আলী জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী ইজাজুল ও দ্বীন ইসলাম জেলার বিভিন্নস্থানে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। মঙ্গলবার দুপুরের দিকে মর্তুজাবাদ কান্দাভিটা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মর্তুজাবাদ কান্দাভিটা এলাকার শাহিনের ভাঙ্গারী দোকানের অফিসে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৭.৬২ বোরের ৪ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগজিন, চাইনিছ কুড়াল ও চাপাতি ১৫টি উদ্ধারসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। ভাঙ্গারী দোকানের মালিক শাহিন পালিয়ে যায়।

এদিকে পুলিশ ৭.৬২ বোরের ৪ রাউন্ড তাজা গুলি ও ১টি ম্যাগজিনের সাথে খেলনা পিস্তল উদ্ধারের ঘটনায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, ৭.৬২ বোরের ৪ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগজিন আসল হলে এই সন্ত্রাসীরা খেলনা পিস্তল দিয়ে এসব গুলি ও ম্যাগজিন ব্যবহার করে কিভাবে ?

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, গুলি ও ম্যাগজিনসহ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তবে সন্ত্রাসীদের কাছ থেকে অরজিনাল পিস্তল উদ্ধারের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত