ফতুল্লায় পুড়লো চার দোকান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় রোববার (১৬ জুন) রাতে একটি মার্কেটে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। বিসিকের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রায়হান জানান, বাজারের পশ্চিম পাশের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

সিনিয়র স্টেশন অফিসার রায়হান জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি।

add-content

আরও খবর

পঠিত