সিদ্ধিরগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, অপহরণকারী স্বামী-স্ত্রী গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : রাজধানী ঢাকার উত্তরখান থেকে অপহরণ করা হয় কাপড় ব্যবসায়ী ইমরান (২৮) কে অপহরণের পর ইমরানকে আটকে রাখে সিদ্ধিরগঞ্জে জালকুড়ি সিকদারবাড়ী এলাকায়। এরপর অপহরণকারীরা হত্যা করার হুমকি দিয়ে মোবাইল ফোনে ইমরানের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে।  ইমরানকে ফিরে পেতে স্বজনরা দুই দফায় বিকাশে ২৫ হাজার টাকা মুক্তিপণও দেয়। তারপরও ইমরান না ছেড়ে আরো টাকা দাবি করে অপহরণকারীরা।

এদিকে শুক্রবার (১৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে ইমরান বাচাঁও বাঁচাও বলে চিৎকার করে। এ চিৎকার শুনতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার সিদ্ধিরগঞ্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আবদুর রাজ্জাক বেলা ১২ টার দিকে জালকুড়ি সিকদারবাড়ী এলাকার আওয়ামীলীগ নেতা মজিবুর রহমানের বাড়ীর ৫ তলার ভাড়াটিয়া মো. সজল ইসলামের ফ্ল্যাট বাসায় অভিযান চালায়। এসময় অপহৃতকে উদ্ধারসহ  অপহরণকারী সজল ইসলাম (২৮) এবং তার স্ত্রী মৌসমী আক্তার মিতু (২৫) কে গ্রেফতার করে।

অপহৃত ব্যবসায়ীর ইমরান নড়াইল জেলা সদর থানার আউরিয়া এলাকার মৃত রাঙ্গা মোল্লার ছেলে। অপহরণকারী মো. সজল হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার রসুলপুর গ্রামের মো. তোতা মিয়ার ছেলে ও তার স্ত্রী মৌসমী আক্তার মিতু।

এদিকে ইমরানের উদ্ধারের সংবাদ পেয়ে তার স্বজনরা সিদ্ধিরগঞ্জ থানায় ছুটে আসেন। তারা জানান, গত ১১ জুন সকাল ৯ টার দিকে ঢাকার উত্তর খান থানার চামুরখান মোড় এলাকা থেকে ইমরান অপহৃত হয়। অপহরণকারীদের দু’দফায় বিকাশে ২৫ হাজার টাকা মুক্তিপণও দেয়া হয়। তারপরও ইমরান না ছেড়ে আরো টাকা দাবি করে অপহরনকারীরা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন পারভেজ জানান, অপহরণের ঘটনার সাথে জড়িত থাকায় সজল ইসলাম ও তার স্ত্রী মিতুকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত রয়েছে একটি সঙ্গবন্ধ চক্র। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত