নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লা থানা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ শফি ও তার ছেলে খায়রুল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) দুপুরে কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শফিউল্লাহ জানান, গত ১ মাস আগে কাশিপুর ইউনিয়ন যুবলীগের নেতা শাহীন আলম আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে আমি মামলা করলে এ মামলায় সে ১০ দিন কারাগারেও ছিল। সে জামিনে মুক্ত হয়ে এখন প্রায় ২০-২৫ জন মিলে আমাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আমার ছেলে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে তারা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।