নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা কারাগারের মূল ফটকের সামনে সন্ত্রাসীদের তান্ডবে কারারক্ষীকে পিটিয়ে আহতের ঘটনা ঘটেছে। জানা গেছে, স্থানীয় এক দল সন্ত্রাসী এই তান্ডব চালিয়েছে। বৃহষ্পতিবার (১৩ জুন) বিকেলে এ ঘটনায় আবদুল্লাহ আল মারুফ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে ফতুল্লার রামারবাগ এলাকার ফজলুল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারামারি মামলায় আটক গোলাম মোস্তফা গ্রুপের কয়েকজন জামিন হয়। তাদের আনতে কারাগারের ভিতরে যাওয়ার চেষ্টা করে সহযোগীরা। দায়িত্বরত কারারক্ষীরা বাধা দিলে তাদের উপর চড়া হয় ওরা। এসময় বাদল নামের একজন কারারক্ষীকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে অতিরিক্ত কারারক্ষী ঘটনাস্থলে হাজির হয়ে মারুফ নামের একজন আটক করলেও অন্যরা দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার সুভাষ কুমার ঘোষ জানান, ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল। তারা ঘটনাস্থল খেকে একজনকে গ্রেফতার করেছে এবং আইনগত ব্যবস্থা নিয়েছে।