নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইর রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (৪০) একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) ঢাকার কামলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামার সময় দুঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ি পুলিশের উপ -পরিদর্শক (এসআই) মীর সাব্বির আলী জানান, কমলাপুর থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের নিচে পড়ে ওই ব্যক্তি কাটা পড়েন। মূলত তিনি ইসদাইর রেলক্রসিংয়ের সামনে নামতে ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। তখন ট্রেনের নিচে কাটা পড়েন। তার বয়স আনুমানিক ৪০। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।