‘৫ম ধাপের উপজেলা নির্বাচনে অনিয়ম মেনে নেয়া হবে না’

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে কোন ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। আগামী ১৮ জুন বন্দর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার (১২ জুন) ভোট গ্রহণ কর্মকর্তাদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে এ হুঁশিয়ারি দেন। বন্দর উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার আরো বলেন, নির্বাচনে ভোট গ্রহণের সময় যদি কেউ প্রভাব বিস্তার করে তবে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত পুলিশ ও ম্যাজিস্ট্রেটও যদি কোনো ধরনের অনিয়ম ও অবৈধ পন্থায় জড়িয়ে পড়েন তাহলেও নির্বাচন বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনার বলেন, সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসারসহ সবাইকে সব রকমের নিরাপত্তা দেয়া হবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও বন্দর উপজেলা নির্বাচনের রিটানিং কর্মকর্তা মাছুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আঞ্চলিক কর্মকর্তা রকিব উদ্দিন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম প্রমুখ কর্মকর্তারা।

add-content

আরও খবর

পঠিত