নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সোমবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেন। তিনি স্বতন্ত্র এমপি হয়েছিলেন।
এর আগে, গত ২৬ মে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে জানিয়েছিলেন, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম তাকে চিঠি পাঠিয়ে তলব করেছেন। ১০ জুন জিজ্ঞাসাবাদের জন্য সিরাজুল ইসলামকে কমিশনে হাজির হতে বলা হয়েছে।