নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপার্টোর ) : ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরীবদের মাঝে ঈদ সামগ্রী দিতে নারায়ণগঞ্জে এসে গেলেন বরিশাল-২ আসনের মহীলা এমপি এ্যাড. সৈয়দা রুবিনা আক্তার মিরা। রবিবার (২রা জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ জালকুড়ি দক্ষিণ পাড়া এলাকায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য বিল্লাল হোসেনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় তিন হাজার গরীবদের মাঝে তিনি ঈদ সামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করেন।
বিতরণী অনুষ্ঠানে এ্যাড. সৈয়দা রুবিনা আক্তার মিরা বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেব সারা বিশ্বে তুলে ধরেছেন। এছঅড়াও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য দিনরাত নিরলশ পরিশ্রম করে যাচ্ছে। উনার লক্ষ্য বাংলাদেশে কোন গরীব থাকবেনা। এরই ধারাবাহিকতায় আমরা সকল এমপিই বিভিন্নস্থানে গরীবদের মাঝে ঈদ উপলক্ষে কিছু সামগ্রী বিতরণ করছি।
তিনি আরো বলেন, আমাদের সমাজে যে গরীব দু:স্থ রয়েছে তাদের পাশে বিল্লালের মত মানুষরা পাশে দাড়ায়। এটা খুবই ভালো লাগে, তার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। সমাজে বিত্তবানদের সংখ্যা কিন্তু কম না, তাদের প্রতি অনুরোধ থাকবে সকলেই যেন এসব কাজে পাশে থাকে। সমাজের গরীব দু:স্থ মানুষের পাশে দাড়িয়ে অল্প কিছু দিয়ে হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। আমাদের দেশ এখন উন্নয়নশীল দেশ, সমাজের গরীব দু:স্থ মানুষের পাশে দাড়াতে বিত্তবানদের প্রতি অনুরোধ থাকবে।
যুবলীগ নেতা বিল্লাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এ দেশ থেকে দারিদ্র্যতা মুক্ত করতে কাজ করে যাচ্ছেন, তিনি সব সময় গরীব দু:খী মানুষের কথা চিন্তা করেন, আমি কৃষকের ছেলে হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর একজন কর্মী হয়ে তার কথা বাস্তবায়ন করতে নিজ উদ্যোগে সামর্থ্য অনুযায়ী গরীব, দু:স্থ মানুষের পাশে দাড়িয়ে একটু হলেও তাদের সহযোগীতা করার চেষ্টা করে যাচ্ছি, আপনারা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ যেনো তাকে দীর্ঘায়ু দান করেন, এ সময় ঈদ সামগ্রী ও নগদ অর্থ পেয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন সকলে।
এ সময় আরোও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা বেগম রতনা সহ জালকুড়ি ৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।