আড়াইহাজারে মাদক বিক্রিতে বাধা দেয়ায় শ্রমিক খুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে মাদক বিক্রিতে বাধা দেয়াকে কেন্দ্র করে স্বপন (৩৮) নামে এক ঢালাই শ্রমিককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে স্থানীয় হাইজাদীয় ইউপির কাহিন্দী এলাকার মৃত রহমান আলীর ছেলে। শুক্রবার (৩১ মে) ভোর ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়। বৃহম্পতিবার বিকাল ২টায় তাকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নিহতের ভাই ঈদ্রীস আলী জানান, স্থানীয় আফুরদী এলাকার শামীম ও সেলিম নামে দুই মাদক ব্যবসায়ীকে এলাকায় মাদক বিক্রিতে বাধা দিলে আসছিলেন স্বপন। এনিয়ে মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এর আগেও তাকে বেশ কয়েকবার হত্যা চেষ্টা করে তারা।

তিনি আরো জানান, বৃহম্পতিবার বিকাল ২টার দিকে স্বপনকে স্থানীয় কাহিন্দী মাজার এলাকায় একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে মারাত্মক জখম করা হয়। আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনাস্থল থেকে ফিরে এসআই হুমায়ন বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

add-content

আরও খবর

পঠিত