নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে ৬ হাজার ৮শ লিটার চোরাই পাম অয়েলসহ ১১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি অভিযানিক দল। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে র্যাব-১১ সিপিএসসি এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, রাজিব মিয়া (২৬), মামুন ইসলাম (৩৯), শাহ আলম (৬০), আমির হোসেন রিপন (৩৯), আবুল কালাম মিজি (৫৫), সবুজ (২৪), আলেক (২৯), মোজাম্মেল (১৮), স্বপন (২২), রমজান আলী (৪০) ও খোরশেদ আলম (৩৩)। তারা সবাই চোরাই চক্রের সদস্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোরে বন্দরের একরামপুর ইস্পাহানি বাজার এলাকার আকিজের ঘাটে অভিযান চালিয়ে ৩৪টি ড্রামে ৬ হাজার ৮ শ লিটার চোরাই পাম অয়েল এবং চোরাই কাজে ব্যবহৃত ১২টি খালি ড্রাম, একটি ইঞ্জিনচালিত তেলের ট্রলার ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাই চক্রের মূলহোতা মেসার্স রিফাত এন্টারপ্রাইজের মালিক আব্দুল বারেক মিয়া (৪৫) কৌশলে পালিয়ে যায় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।