আড়াইহাজারে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে গাছ কাটাকে কেন্দ্র্র করে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। বৃহম্পতিবার (৩০ মে) বেলা ১১টায় স্থানীয় আড়াইহাজার পৌরসভাধীন ঝাউগড়া এলাকায় জাকিরগং ও নাসির গংয়ের মধ্যে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন, মীর্জা নাসির, সাজিত, জানেআলম, শাহআলম ও রানু। এ ঘটনায় জাকির নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। সে ওই এলাকার আবুল হাসেমের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন নাসির জানান, প্রতিবেশী জাকির গংয়ের সঙ্গে বাড়ির অদূরে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমি থেকে জাকির, সাইফুল ও আউয়ালসহ আরো কয়েক মিলে বিভিন্ন প্রজাতির গাছ জোরপূর্বক কেটে নেওয়ার চেষ্টা করেন। এতে বাঁধা দিলে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ সময় তার চিৎকার শোনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়। এতে একই পরিবারের অন্তত পাঁচজন রক্তাক্ত জখম হয়েছেন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

add-content

আরও খবর

পঠিত