নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জের বিভিন্ন এলাকায় বুধবার (২৯ মে) সকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল-অকটেনসহ ১৮ জনকে আটক করেছে র্যাব। বিকেলে র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্যাহ আল মেহেদী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটকরা হলো, মো. রতন, মো. হাতেম মিয়া, মোহাম্মদ, রাজিব খান, সোহেল রানা, সজিব মিয়া, কাশেম মোল্লা,রাকিবুল ইসলাম, মফিজুল ইসলাম শান্ত, সাকিব হোসেন, ফজলুল করিম, আইনুদ্দিন, মুরাদ হোসেন, শাহিন মিয়া, শরিফ মিয়া, ফরহাদ হোসেন, আকাশ মিয়া ও বোরহান উদ্দিন।
মেজর আব্দুল্যাহ আল মেহেদী বলেন, উপশহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন যানবাহন থেকে চোরাই করা সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেল, ১১০ লিটার অকটেন, চোরাই তেল বিক্রির নগদ ৭৯ হাজার ৫০ টাকা, ২০টি মোবাইল সেট, একটি ডিভিআর, একটি মনিটর ও একটি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।
তিনি বলেন, তারা জ্বালানি তেল চোরাই চক্রের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে তারা পূর্বাচল উপশহর এলাকায় দূরপাল্লার যানবাহনের চালকরা বিশ্রামের জন্য তাদের যানবাহন সড়কের পাশে পার্কিং করলে সুকৌশলে প্লাস্টিকের পাইপের সাহায্যে জ্বালানি তেল চুরি করত।