নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে মোহাম্মদ আলী নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে মঙ্গলবার (২৮ মে) রাতে গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্থানীয় সদাসদী এলাকার নুর ইসলামের ছেলে।
আড়াইহাজার থানার এএসআই অজিত জানান, ২০১২ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দায়েরকৃত একটি মামলায় ওই ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালত থেকে সম্প্রতি দুই বছরের সাজা দেয়া হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিল। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৯ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়।