মতলব উত্তরে আহসান গ্রুপের যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো. দ্বীন ইসলাম ) : গরীব ও দু:স্থদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিল্পপতি এম. ইসফাক আহসান। মতলব উত্তর উপজেলার লতুুরদি, লুধুয়া ও ঝিনাইয়া গ্রামে আহসান গ্রুপ লিমিটেড ও হাজী ইসহাকিয়া ফাউন্ডেশনের উদ্যোগে যাকাতের শাড়ি ও লুঙ্গি বিতরণকালে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, গরীব, দু:খী ও অসহায় মানুষদের সাহায্যে সর্বদা নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। আর্তমানবতার সেবায় কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সুখ নিহিত রয়েছে। হাজী ইসহাকিয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবতার কল্যাণে কাজ করছে। অসহায়দের জন্য সবসময়ই এ ফাউন্ডেশন সাহায্যের হাত বাড়িয়ে আসছে। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

লতুরদি সরকার বাড়িতে আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. এএসএম কামরুল আহসান খসরু, পরিচালক এম. ইসফাক আহসান, প্রকৌশলী আলাউদ্দিন খান গরীব দুঃখীদের মাঝে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করেন।

সোমবার (২৭ মে) সকালে লুধয়া গ্রামের আলহাজ্ব মকবুল হোসেন খান একাডেমিতে এ শাড়ী লুঙ্গি প্রদান করেন আহসান গ্রুপ লি. এর পরিচালক এম. ইসফাক আহসান, প্রকৌশলী আলাউদ্দিন খান।

একইদিন ঝিনাইয়া গ্রামেরও যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করেন এম. ইসফাক আহসান। এ সময় উপস্থিত ছিলেন- খবির উদ্দিন চৌধুরী শিপু, খায়রুল আলম চৌধুরী অপু, সহিদুল আলম, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, নোহাস ও আবু হাসান।

যাকাত বিতরণ কার্যক্রমের সার্বিক তদারকি করেন, কলাকান্দা ইউপির সাবেক সদস্য ও শিক্ষানুরাগী আলহাজ্ব গোলাম হোসেন জহির।

add-content

আরও খবর

পঠিত