নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : রুদ্ধশ্বাস নাটকের সাক্ষী থাকল ভারতের আধ্যাত্মিক রাজধানী বারাণসী। শনিবার সন্ধ্যায় সেখানকার একটি হোটেলে আসেন পঙ্কজ যাদব নামের এক যুবক। এসেই সোজা ভোজপুরী নায়িকা ঋতু সিংয়ের রুমে গিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করতে বলে।
জানা গেছে, সম্প্রতি রিতেশ ঠাকুরের পরিচালনায় দুলারি বিতিয়ার শুটিং করতে সেখানে এসেছে ৭০ জনের একটি টিম। সেই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন ঋতু সিং। শনিবার শুটিং শেষ করে হোটেলে ফিরে আসে পুরো ইউনিট। হঠাৎই রাত ১১টায় হোটেলের লবিতে এসে হাজির হয় পঙ্কজ যাদব নামে ২৫ বছরের এক যুবক। প্রথমে এসেই সে ঋতুর ঘর জানতে চায়। তখন ইউনিটের এক সদস্য বাধা দেয়ায় সে খুঁজে খুঁজেই ঋতুর ঘরে উপস্থিত হয়।
এরপর ঋতুর মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে বিয়ে করতে বাধ্য করে। তখনই অভিনেত্রীর আর্তনাদে উপস্থিত হন ইউনিটের বাকিরা। অশোক বলে এক সদস্য তাকে বাঁধা দিতে গেলে তার কোমর লক্ষ্য করে গুলি চালায় যুবক। গুরুতর আহত ওই যুবককে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর ক্রমাগত গুলি ছোঁড়ে পঙ্কজ। আহত হন এক পুলিশ অফিসারও। শেষপর্যন্ত রাত ১২.৩০ নাগাদ গ্রেফতার করা হয় ওই যুবককে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন, বহুদিন ধরেই ওই অভিনেত্রীকে নজরে রাখছিল সে।
এদিকে, অভিনেত্রী ঋতু সিং যুবকের বিরুদ্ধে মুম্বাইতেও একটি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে।সূত্র: ডেইলি বাংলাদেশ