আলীগঞ্জ মাঠ দখলে এসে তোপের মুখে গণপূর্ত বিভাগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠ দখলে এসে স্থানীয়দের তোপের মুখে পড়ে ফিরে গেছেন গণপূর্ত বিভাগের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ান আহমেদ, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, এডিশনাল এসপি (সদর সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ান আহমেদ জানান, প্রথম দফায় অভিযান বন্ধ রাখা হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ফের অভিযান চালানো হবে।

এদিকে রোববার (২৬ মে) দুপুরে মাঠ রক্ষায় টায়ারে আগুন দিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে এলাকাবাসী।

আলীগঞ্জ ক্লাবের সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শতাধিক বছরের পুরোনো আলীগঞ্জ মাঠটি ফতুল্লা-পাগলার একমাত্র টিকে থাকা মাঠ। এখানে সরকারি কর্মকর্তাদের আবাসনের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু আমরা ছেলেমেয়েদের খেলার সুযোগ করে দিতে চাই। তাই মাঠ উচ্ছেদ করতে দেয়া হয়নি।

ফরিদ উদ্দিন আহমেদ আরো বলেন, পোস্তগোলা থেকে পঞ্চবটি পর্যন্ত এটা ছাড়া উন্মুক্ত কোন মাঠ নেই। প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি উপজেলায় একটি করে খেলার মাঠ থাকবে। আমরা সেই কথার বাস্তবায়ন চাই।

add-content

আরও খবর

পঠিত