নীট কনসার্ন মালিকের বিরুদ্ধে শেয়ার হোল্ডারদের উচ্ছেদ ও হুমকীর অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে লক্ষ্মী নারায়ণ কটন মিলের বৈধ শেয়ার হোল্ডারদের উচ্ছেদ এবং হুমকীর অভিযোগ উঠেছে নীট কনসার্ন  এর ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন মোল্লার বিরুদ্ধে। রবিবার ( ২৬ মে ) সকালে এর প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন ভুক্তভোগী ও নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিল শেয়ারহোল্ডার স্বার্থ রক্ষা  সংগ্রাম কমিটির সদস্যবৃন্দ।

এসময় বক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই জায়গা দিয়েছেন। তিনি যদি চান তাহলে আমরা স্বইচ্ছায় ছেড়ে চলে যাবো।তবে কোনও ভূমিদস্যুদের কাছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক লক্ষ্মী নারায়ণ কটন মিলটি দখল হতে দিবোনা। মিলের অভ্যন্তরে বসবাসরত বৈধ শেয়ারহোল্ডাররা অভিযোগ করে বলেন, হাইকোর্টের আদেশ মোতাবেক জেলা প্রশাসক নিউট্রাল চেয়ারম্যান থাকা সত্ত্বেও নীট কনসার্ন এর মালিক জয়নাল আবেদীন মোল্লা নিজেকে মিলের চেয়ারম্যান দাবি করে ৪৮ ঘন্টার মধ্যে শেয়ার হোল্ডারদের  লক্ষ্মী নারায়ণ ছাড়ার হুমকি দিচ্ছে। আজ আমরা এদিকে নিরুপায় হয়ে মানববন্ধন করছি, আর ওইদিকে আমাদের বসত বাড়িতে তারা বেকু দিয়ে উচ্ছেদ চালাচ্ছে। আমরা জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ প্রধানমন্ত্রীর কাছে এর বিচার দাবী করছি।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্বা বিজয় চন্দ্র সরকার বলেন, একাধিবার জেলা প্রশাসক মহোদয়ের কাছে যাওয়ার পরেও তিনি কোন সুরহা করেননি। আমরা বিদ্যুতবিহীন ছিলাম। পরে এমপি শামীম ওসমানের হস্তক্ষেপে বিদুৎ পাই। এরপর থেকে নীট কনসার্ন এর মালিক আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদেরকে মসজিদের মাইক ব্যবহার করে আল্টিমেটাম দেয়া হচ্ছে।

শেয়ার হোল্ডার জাহাঙ্গীর বলেন, আপনাদের কাছে প্রশ্ন আমরা গরিব বলে, আমাদের টাকা নাই বলে কি আমাদের সম্পদ আমাদের বলার অধিকার নেই। দীর্ঘ ৮ বছর যাবত আমাদের উপর যেভাবে নির্যাতনের স্টীম রোলার  চালাচ্ছে বারবার আমাদের উপর হামলা চালাচ্ছে ও নানাভাবে ভয়ভীতি দেখিয়ে হুমকী দিচ্ছে। পরবতী সকল হামলার দায় প্রশাসনকে নিতে হবে।

add-content

আরও খবর

পঠিত