নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা – নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জালকুড়ি বিলের ঝোপ থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে। তিনি ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারীর অ্যাকাউন্ট অফিসার এরফান উল ইসলাম (৪৯)। তার বাবার নাম মাহাবুব ইসলাম।
দৃক গ্যালারি সূত্রে জানা যায়, ইরফানুল ইসলামের বাসা ধানমণ্ডির রায়েরবাজার এলাকায়। ২ এপ্রিল শনিবার আনুমানিক দুপুর ১২টায় ধানমণ্ডি ৮ নম্বর সড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে তিনি নিখোঁজ হন। শনিবার এ বিষয়ে থানায় সাধারন ডায়েরী করা হয়। তার ছেলে আজ এইচএসসি পরীক্ষা দিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই আবিদ হোসেন জানান, শনিবার বিকালে জালকুড়ির একটি বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছিল। উদ্ধারের সময় নিহতের শরীরে কোন আঘাতের চিহৃ ছিল না। পড়নে ছিল সাদা পায়জামা ও হলুদ পাঞ্জাবী। পরে লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানান, নিহতের পরিবার জানিয়েছে, শনিবার দুপুরে কোনও একটি ব্যাংক থেকে টাকা তোলার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ময়না তদন্তের প্রতিবেদনের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তবে নিহতের পরিবারের দেওয়া তথ্যগুলো আমরা যাচাই করবো।
উল্লেখ্য, শনিবার বিকাল ৫ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জালকুড়ি ফিরোজ ফিলিং স্টেশনের পাশে একটি ঝোপ থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। এসময় তার পরনে ছিল সাদা পায়জামা ও হলুদ পাঞ্জাবী।