নবীগঞ্জ ঘাটে অশৃঙ্খল যানবাহন, দেখছেন সবাই ব্যবস্থা নিবেন কে ?

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবেদক ) : চাষাঢ়া থেকে চিটাগং রোডের অন্যতম ব্যস্ত স্থান নবীগঞ্জ ঘাট। প্রতিনিয়ত এই পথ দিয়ে যাতায়াত করে হাজারো পেশাজীবী মানুষ। তবে নবীগঞ্জ ঘাট সংলগ্ন সড়কটিতে ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি যাবাহনের অবস্থান দেখা যায়। বেশীর ভাগ সময়ই ব্যস্ত এই সড়কে যত্রতত্র পার্কিং ও অশৃঙ্খলভাবে যানবাহনের অবাধ বিচরণসহ যাত্রী উঠা নামার কারণে যানজট এখানকার চিরচেনা রুপ।

মঙ্গলবার (২১ মে) সরেজমিনে দেখা যায়, নবীগঞ্জ ঘাট সংলগ্ন চাষাড়া-চিটাগাং রুটের সড়কটি পরিবহনের সংখ্যার তুলনায় খুবই সরু। তার উপর নবীগঞ্জ ঘাটের সামনে জটলা করে থাকছে ইজিবাইক, সিএনজি, বাস ও মিনিবাসের অবাধ বিচরণ। তার পাশেই রয়েছে কয়েকটি শিল্প কারখানা যেখান থেকে বিভিন্ন সময়ই পন্য বোঝাইকৃত ট্রাক বের হলে স্বাভাবিক চলাচলে ব্যাগাত ঘটে। ফলে সৃষ্টি হচ্ছে বিশাল যানজট। এতে মাত্রাতিরিক্ত দূর্ভোগ পোহাতে হয় ওই পথে যাতায়াতরত র্সবসাধারণের।

এ ব্যপারে স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নবীগঞ্জ ঘাটের এ অবস্থা তো আর নতুন নয়। এমপি, মেয়র, এসপি, ডিসি, সকলেইতো এই পথে চলেন তারাও তো মাঝে মাঝে পুলিশ নামিয়ে সড়ক খালি করে এ যানজট থেকে বের হয়। আমরা অতিষ্ঠ। দেখছেনতো সবাই, জানেনও কিন্তু ব্যবস্থা নিবেন কে? ফেরী হওয়ার পর এ ভোগান্তি আরো দ্বিগুন বেড়েছে। এখানে যানজটের মূল কারণ দুইটি। এক হলো সড়ক খুবই সরু, দ্বীতিয় অশৃঙ্খল যানবাহনের বিচরণ সহ যত্রতত্র যাত্রী উঠা নামা।

এবিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক ইনচার্জ মো. শরফুদ্দিন জানায়, আমাদের জনবল সংকট রয়েছে। যেকারণে শহরে যানজট নিরসনে কাজ করে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে চাইলেও ট্রাফিক পুলিশ কাজ করতে পারছেনা। তবে আমাদের প্রচেষ্টা রয়েছে কিভাবে যানজট নিরসন করা যায়।

add-content

আরও খবর

পঠিত