বন্দরে নৌকার মাঝি এমএ রশীদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (১৯ মে) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডের এক সভায় এ ঘোষণা দেন।

এব্যাপারে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশীদ বলেন, কেন্দ্র থেকে আমাকে চূড়ান্ত করা হেয়েছে। আগামীকাল সকাল ১১ টায় চিঠি হাতে পাবো।

এর আগে, আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এমএ রশীদ ছাড়াও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান এবং মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ সালামের নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠায়।

প্রসঙ্গত, গত ৯ মে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩১ মে। প্রতীক বরাদ্দের দিন থেকেই প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ জুন।

এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ। বন্দর উপজেলা পরিষদ নির্বাচন ইভিএমএ অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত