নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ২১নং ওয়ার্ডস্থ এনায়েত নগর ঋষিপারা মন্দিরে ডিপ টিউবওয়েল (গভীর নলকুপ) উদ্বোধণ করেন স্থানীয় কাউন্সিলর হান্নান সরকার। শনিবার (১৮ মে) সকাল ১১টায় ঋষিপারা মন্দিরে এ ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়। এতে ১৫ লক্ষ টাকা ব্যয়ে এ ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাকান্দা এলাকার সমাজ সেবক পানাউল্লাহ পানু, ঋষিপারা পুজা কমিটির সভাপতি শ্রী সুনিল, রাজকুমার,শ্রী জীবন চন্দ্র দাস, শ্রী বিধান চন্দ্র দাস, শী হরি চন্দ্র দাসসহ সিটি কর্পোরেশনের কর্মচারীবৃন্দ।
উদ্বোধনকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হান্নান সরকার বলেন, প্রধান কয়েকটি সমস্যার মধ্যে অনত্যম হচ্ছে বিশুদ্ধ পানির সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে নাসিক বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছে। তার ধারাবাহিকতায় একটি হচ্ছে ডিপ টিউবওয়েল স্থাপন। এতে করে উপকৃত হবেন নাসিক ২১নং ওয়ার্ডের ঋষিপারা মন্দিরসহ এনায়েতনগরের সকল হিন্দু ধর্মাবলম্বি সাধারন জনগন। প্রায় ৩শটি পরিবারকে পানির চাহিদা পূরণ হবে। এই ডিপ টিউবওয়েলের মাধ্যমে এনায়েত নগরবাসী বিশুদ্ধপানি পান করতে পারবে।