নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আড়াইহাজারে থানার ওসি আক্তার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।তাকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (১৭ মে) সকালে জেলা পুলিশের বিশেষ শাখা পরির্দশক (ডিআইও-২) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রশাসনিক কারণে জেলা পুলিশ তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। তার স্থানে আড়াইহাজার থানায় কর্মরত ওসি তদন্ত শফিকুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।
ওসি আক্তার হোসেন ২০১৮ সালের ২৫ ডিসেম্বর আড়াইহাজার থানায় যোগদান করেন।