আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থী আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বালুভর্তি ট্রাকের ধাক্কায় সামিয়া (৯) নামে স্থানীয় প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার (১৫ মে) সকাল ৯টায় বগাদী সিডি মাকের্ট নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কা জনক অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সামিয়া স্থানীয় বগাদী এলাকার সাইফুলের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোশারফ জানান, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রাথমিকে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

add-content

আরও খবর

পঠিত